School Bus Stuck: জমা জলে ডুবল স্কুলবাস, উদ্ধার 25 জন পড়ুয়া; দেখুন সেই ভিডিয়ো - বৃষ্টি হচ্ছিল যে ওই জমা জলে ডুবে গেল স্কুলবাস
🎬 Watch Now: Feature Video
তেলেঙ্গানার মাহাবুবনগরের মাচানপল্লী এবং কোদুরের মধ্যে রয়েছে একটি সাবওয়ে ৷ শুক্রবার দুপুরে সেখান থেকে একটি স্কুলবাস পড়ুয়া সমেত পারাপার করছিল ৷ ঠিক তখন ঘটল দুর্ঘটনা (School Bus Stuck in flood at Telangana)৷ এত বৃষ্টি হচ্ছিল যে ওই জমা জলে ডুবে গেল স্কুলবাস ৷ বাস ভর্তি ছিল ছোট ছোট স্কুলপড়ুয়া ৷ পড়ুয়া সমেত বাসটি ডুবে যেতেই কান্নার আওয়াজ শোনা যায় ৷ চালকও ততক্ষণ বাস থেকে নেমে সাহায্যের জন্য চেঁচিয়ে ওঠেন ৷ স্থানীয়রা তড়িঘড়ি সেই আওয়াজ পেয়ে ছুটে আসেন ৷ গলা সমান জলে নেমে স্থানীয়রা বাসে থাকা পড়ুয়াদের উদ্ধার করেন ৷
TAGGED:
School Bus Stuck