"মান-সম্মান নিয়ে কেউই কালীঘাট প্রাইভেট লিমিটেডে কাজ করতে পারবেন না" - সম্মান নিয়ে কেউ কালীঘাট প্রাইভেট লিমিটেডের কাজ করবে না.
🎬 Watch Now: Feature Video
শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে ৷ অনেকের মতে, BJP তে যোগ দিতে চলেছেন তিনি ৷ এই বিষয়ে এবার মন্তব্য করলেন BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু । তাঁর মতে, মান-সম্মান নিয়ে কেউই কালীঘাট প্রাইভেট লিমিটেডে কাজ করতে পারবেন না । তিনি বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস মোটামুটিভাবে একটা কালীঘাট প্রাইভেট লিমিটেড । একজন বিহারের কনসালটেন্টের উপর নির্ভর করে চলছে । যাঁরা CPI(M)-র বিরুদ্ধে লড়াই করে তৃণমূল দলটাকে সামনে নিয়ে এসেছেন তাঁরাই আজ ব্রাত্য । বিহার থেকে আসা কনসালটেন্ট ও কালীঘাটের ছত্রছায়ায় যাঁরা আছেন, তাঁরা থাকবেন বাকি সবাই তৃণমূল থেকে বেরিয়ে যাবেন ।"