Madhyamik Result 2022 : মাধ্যমিকে ষষ্ঠ আরামবাগের সম্পূর্ণার শখ ছবি আঁকা - মাধ্যমিকের ফলাফল 2022
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15463519-thumbnail-3x2-hooghly.jpg)
এবার মাধ্যমিকে 688 নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে আরামবাগ গার্লস হাইস্কুলের ছাত্রী সম্পূর্ণা নন্দী (Madhyamik Result 2022)। শুক্রবার ফলপ্রকাশের খবর পেতেই উচ্ছ্বাস আরামবাগের নন্দী পরিবারে (Sampurna Nandi ranked sixth from Arambag in Madhyamik 2022)। সম্পূর্ণার বাবা দেবাশিষ নন্দী পেশায় স্বাস্থ্যকর্মী । দাদা শুভ্রজিৎ কয়েকবছর আগে মাধ্যমিকে নবম স্থান অর্জন করেছিল । তাই এবারের উচ্ছ্বাস নতুন না হলেও ছেলের পর মেয়েও মেধা তালিকায় স্থান করে নেওয়ায় খুশি পরিবার । দাদার মতো সম্পূর্ণাও চায় ডাক্তার হতে ৷