Durga Puja 2022: সল্টলেক বিজে ব্লক দুর্গোৎসব কমিটির পুজোর থিম রাম মন্দিরের রেপ্লিকা - Durga Puja 2022
🎬 Watch Now: Feature Video
39 বছরে পা রেখে সল্টলেক বিজে ব্লক দুর্গোৎসব কমিটির এবারের পুজোর থিম রাম মন্দিরের রেপ্লিকা (Salt Lake BJ Block Durga Puja)। আর এই পুজো মণ্ডপে অষ্টমীতে অঞ্জলি দিলেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পান্ডে (Mangal Pandey) । সঙ্গে ছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) । এদিন মঙ্গল পান্ডে জানান, বিভিন্ন পুজো প্যান্ডেলে গিয়ে মা দুর্গার কাছে পশ্চিমবঙ্গের সুখ-শান্তি-সমৃদ্ধির জন্য আশীর্বাদ চেয়েছেন ।