Rudranil Ghosh: মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন বলেই চাকরিপ্রার্থীদের তুলে দেওয়া হচ্ছে ! মমতাকে 'রুদ্র-বাণ' - নিয়োগ দুর্নীতি
🎬 Watch Now: Feature Video
শনিবার রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হবে দুর্গাপুজোর বিসর্জনের কার্নিভাল (Durga Puja Immersion Carnival) ৷ তাই নিরাপত্তার স্বার্থে এবং পুলিশের নির্দেশে একদিনের জন্য ধর্নাস্থলে উপস্থিত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এসএসসি-এর আন্দোলনরত চাকরিপ্রার্থীরা (SSC Job Seekers Agitation) ৷ পুলিশের এই আচরণের তীব্র প্রতিবাদ জানালেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) ৷ শুক্রবার ধর্নাস্থলে উপস্থিত হয়ে চাকরিপ্রার্থীদের বিজয়ার মিষ্টিমুখ করান তিনি ৷ কথা বলেন তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও ৷ রুদ্রনীলের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ভয় পেয়েছেন ৷ তাই তাঁকে সাহায্য করতে এগিয়ে এসেছেন পুলিশমন্ত্রী মমতা ! একই কারণে চাকরিপ্রার্থীদের ধর্নাস্থল ত্যাগ করতে বলা হচ্ছে ৷ কিন্তু, মানুষ সব দেখছে ৷ তারাই এই সরকারকে রাজ্য থেকে বিতারণ করে ছাড়বে ৷ এদিন ধর্নাস্থলে রুদ্রনীল ছাড়াও পৌঁছে যান বিজেপি নেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh) ৷