RPF Helped Pregnant Lady: চলন্ত ট্রেনেই প্রসব, জন্ম ফুটফুটে কন্যা সন্তানের
🎬 Watch Now: Feature Video
ডাউন জম্মু তাওয়াই-হাওড়া এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন সন্তান সম্ভবা উষা যাদব। তাঁর বাড়ি দুর্গাপুরে ৷ উত্তরপ্রদেশ থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেসে উঠেছিলেন তিনি। তাঁর সঙ্গে আরও দুই শিশু ছিল। ট্রেন যখন কুমারডুবি স্টেশন অতিক্রম করছে তখনই প্রচণ্ড প্রসব যন্ত্রণা শুরু হয় উষাদেবীর। রেলের গার্ড ও অন্য কর্মীরা আসানসোল স্টেশনে খবর দেন। সেই মতো আরপিএফ এবং রেলের চিকিৎসকরা প্রস্তুত ছিলেন। ঠিক হয় আসানসোলে তাঁকে নামিয়ে নেওয়া হবে। কিন্তু আসানসোল স্টেশন ঢোকার আগেই ওই মহিলার প্রসব হয়ে যায় (RPF Helped Pregnant Lady for Delivery in Howrah-Jammu Tawi Express)। ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপর ট্রেনটি আসানসোল স্টেশনে ঢুকতেই দায়িত্বপ্রাপ্ত আরপিএফ মহিলা কর্মীরা ওই প্রসুতিকে ও শিশুকন্যাকে ট্রেন থেকে নামিয়ে আসানসোল জেলা হাসপাতালে পাঠান। উষাদেবী ও তাঁর সদ্যোজাত কন্যা সন্তান দু'জনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল ৷