কাঁথিতে শুভেন্দু অধিকারীর রোড শো - শুভেন্দু অধিকারীর রোড শো
🎬 Watch Now: Feature Video
বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথিতে শুভেন্দু অধিকারীর রোড শো । মেছেদা বাইপাস থেকে শুরু হয়ে কাঁথি শহর পরিক্রমা করে সেন্ট্রাল বাসস্টপে শেষ হবে মিছিল । সেখানে সভা করবেন তিনি । রোড শো-এ শুভেন্দু ছাড়াও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ ও বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন ।