Road Accident at Newtown : অদূরে বসেছে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন, গাড়ি দুর্ঘটনায় ব্যপক যানজট বিশ্ব বাংলা গেটে - road accident news in newtown
🎬 Watch Now: Feature Video
একটি প্রাইভেট চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উঠল ডিভাইডারে ৷ ঘটনাটি ঘটেছে নিউটাউনে বিশ্ব বাংলা গেট সংলগ্ন এলাকায় (Road Accident at Newtown) ৷ গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজনের অল্প আঘাত লেগেছে ৷ বাকি দু'জন ভাল আছে ৷ এই দুর্ঘটনার ফলে তীব্র যানজট হয় নিউ টাউন বিশ্ববাংলা সরণিতে । পুলিশ সূত্রে খবর, নিউটাউন থেকে সেক্টর ফাইভের দিকে যাওয়ার সময় নিউ টাউন বিশ্ব বাংলা গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে উঠে যায় (Road Accident Near Biswa Bangla Gate Newtown) । আর তার ঠিক কয়েক'শ মিটার দূরেই হচ্ছে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন ৷ গাড়িটিকে আটক করেছে নিউটাউন ট্রাফিক গার্ডের পুলিশ ।