Rath Yatra 2022: দু'বছর পর রীতি মেনে রথে চড়ে মা তারার তারাপীঠ পরিক্রমা - প্রাচীন রীতি মেনে শুক্রবার বিকেলে মা তারাকে ওই রথে বসিয়ে ঘোরানো হল তারাপীঠে
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15711043-thumbnail-3x2-br.jpg)
দুই বছর পর আবার রথে অধিষ্ঠাত্রী হলেন মা তারা। করোনা অতিমারি কাটিয়ে এবছর তারাপীঠে মা তারার রথ যাত্রা দেখতে উপচে পড়ে মানুষের ভিড় (Rath Yatra Celebration in Tarapith)। বহু মানুষ হাজার-হাজার যাত্রীদের মধ্যে মণ্ডা, মিঠাই বিতরণ করলেন। প্রাচীন রীতি মেনে শুক্রবার বিকেলে মা তারাকে ওই রথে বসিয়ে ঘোরানো হল তারাপীঠে। বিকেলে মা তারাকে মূল মন্দির থেকে বের করে রথে বসানো হয়। তারপরই হাজার হাজার পূর্ণার্থী রথের রশিতে টান দেন।