Red Coral Kukri Snake: জলপাইগুড়িতে উদ্ধার বিরল প্রজাতির সাপ - Red Coral Kukri Snake
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15885514-thumbnail-3x2-snake.jpg)
জলপাইগুড়ি শহরের তোরলপাড়া কাঠের ব্রিজ এলাকা থেকে উদ্ধার বিরল প্রজাতির সাপ(Rare species of snake Coral red Kukri found in Jalpaiguri)৷ খবর পেয়ে জলপাইগুড়ির গ্রিন লিফ পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা কোরাল রেড কুকরি(Red Coral Kukri Snake)নামে বিরল প্রজাতির এই সাপটিকে উদ্ধার করেন । তোরলপাড়ার এক বাসিন্দার বাড়ির শোবার ঘরে সাপটি ঢুকে পড়েছিল ৷ কমলা রংয়ের এই সাপটি নির্বিষ ও শান্ত প্রকৃতির বলেই জানান পরিবেশ প্রেমী দেবার্ঘ্য রক্ষিত ৷ জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু এলাকা থেকে এর আগেও বিরল প্রজাতির এই সাপ উদ্ধার হয়েছে । সাপটিকে উদ্ধার করে জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে ।
TAGGED:
Red Coral Kukri Snake