Raj Chakrabarty: বিস্ফোরণের এক সপ্তাহ পর টিটাগড়ের সেই স্কুলে এলেন রাজ চক্রবর্তী - টিটাগড়ের খবর
🎬 Watch Now: Feature Video
উত্তর 24 পরগনার টিটাগড়ের স্কুলে বোমা বিস্ফোরণের (Titagarh School Blast) এক সপ্তাহ পর ঘটনাস্থল পরিদর্শনে এলেন ব্য়ারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakrabarty) ৷ বৃহস্পতিবার সরাসরি ওই স্কুলে আসেন রাজ ৷ সঙ্গে ছিলেন টিটাগড় পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্য়ান ও কাউন্সিলররা ৷ এদিন স্কুলের শিক্ষকদের সঙ্গে বলেন রাজ ৷ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং অনভিপ্রেত ৷ তাঁর পরামর্শ, কিশোর বয়সে ছাত্রছাত্রীরা যাতে বিপথে না-চলে যায়, তার জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে ৷ একইসঙ্গে, সংশ্লিষ্ট স্কুলের নিরাপত্তার স্বার্থে সেখানে সিসি ক্যামেরা বসানোরও প্রস্তাব দেন বিধায়ক ৷