Rain Relief From scorching Heat : স্বস্তির বৃষ্টি দক্ষিণ 24 পরগনায় - rain brings relief after scorching days at south 24 parganas
🎬 Watch Now: Feature Video
তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচতে অবশেষে স্বস্তির বৃষ্টি দক্ষিণ 24 পরগনায় ৷ মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত ৷ সঙ্গে ঝোড়ো হাওয়া ৷ বেশ কয়েকদিন ধরেই প্রবল গরমে নাজেহাল অবস্থা হয়েছিল বঙ্গবাসীর ৷ অশনির পর আবহাওয়া কয়েকদিন একটু ঠান্ডা হলেও আবারও শুরু হয়েছিল গরমের ব্যাটিং ৷ মঙ্গলবার রাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্র কিছুটা হলেও কমেছে (Rain brings relief in South 24 Parganas) ৷ মিলেছে স্বস্তি বঙ্গবাসীর ৷