Bikaner Guwahati Express Accident : বিকানের গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কারণ খুঁজতে খতিয়ে দেখা হচ্ছে নাশকতার তত্ত্বও - বিকানের গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
ময়নাগুড়ির দোমোহনীতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় (Bikaner-Guwahati Express Accident) আগেই যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ (Ashwini Vaishnaw comments on Maynaguri Train Accident) ৷ তিনি জানিয়েছিলেন, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটে থাকতে পারে দুর্ঘটনা ৷ তবে, একইসঙ্গে এই ঘটনার পিছনে কোনও নাশকতা (Sabotage behind Bikaner-Guwahati Express Accident) ছিল কিনা, সেই প্রশ্নও উঠছে ৷ বিষয়টি খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা ৷ শুক্রবার ময়নাগুড়ির দুর্ঘটনাস্থল ও দু’টি হাসপাতাল পরিদর্শনের পর শিলিগুড়ি পৌঁছন অশ্বিনী ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রেলযাত্রীদের সঙ্গে দেখা করেন তিনি (Ashwini Vaishnaw visits North Bengal Medical College and Hospital) ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, দুর্ঘটনার কারণ জানতে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে ৷ উড়িয়ে দেওয়া হচ্ছে না নাশকতার সম্ভাবনাও ৷ তবে এখনই এই বিষয়ে নিশ্চিতভাবে কোনও মন্তব্য করা সম্ভব নয় বলেও জানিয়েছেন রেলমন্ত্রী ৷