Lakshmi Fair: অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লক্ষ্মী মেলা, প্রদর্শনী দেখতে ঢল সাধারণ মানুষের - Raiganj Lakshmi Puja Carnival 2022
🎬 Watch Now: Feature Video
কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে রায়গঞ্জের বারদুয়ারিতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী লক্ষ্মী মেলা (Lakshmi Puja Carnival 2022) । প্রতিবছরই এখানে ধুমধামের সঙ্গে মেলা অনুষ্ঠিত হয় । এই মেলা ঘিরে বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম ঘটে । এই মেলার একটি বিশেষ আকর্ষণ হল লক্ষ্মীপ্রতিমার প্রদর্শনী । বারদুয়ারি, মধুপুর, একর-সহ একাধিক গ্রাম থেকে পুজোর পর প্রতিমা এখানে প্রদর্শনী মঞ্চে রাখা হয় । যা দেখতে ঢল নামে সাধারণ মানুষের । মেলায় লোভনীয় খাবারের পসরার পাশাপাশি বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । উদ্যোক্তারা জানান, এখানে সব ধর্মের মানুষ উৎসবে মেতে ওঠেন । সেই কারণে এই মেলা সম্প্রীতির মেলবন্ধনে পরিণত হয়ে ওঠে ।