থিমের চাকচিক্য নয়, কোরোনা নিয়ে সচেতন সল্টলেকের BJ ব্লক - durga puja 2020

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 25, 2020, 11:05 PM IST

সল্টলেকে প‍্যান্ডেল হপিংয়ের তালিকায় প্রতি বছর অবশ্যই থাকে BJ ব্লকের দুর্গাপুজো। এবছর 37তম বর্ষে পা দিল এই পুজো। বিশাল জায়গা জোড়া মণ্ডপ, নতুন নতুন ভাবনাচিন্তায় নজরকাড়ার চেষ্টা এই বছর করেনি এই দুর্গোৎসবের উদ‍্যোক্তারা। বরঞ্চ অগ্রাধিকার দিয়েছেন কোরোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানায়। বিশাল জায়গা জুড়ে অতি সাধারণ একটি মণ্ডপকে তিনভাগে ভাগ করা হয়েছে। প্রথমভাগ দিয়ে দর্শনার্থীরা স‍্যানিটাইজ়িং টানেলের মধ্যে দিয়ে ভিতরে ঢুকলেও তাঁদের থেকে প্রতিমার দূরত্ব অনেকখানি। আবার প্রতিমা যেখানে রয়েছে সেই মণ্ডপটিও আলাদা করা রয়েছে‌। সর্বক্ষণ নিরাপত্তারক্ষীদের নজরদারিও চলছে। ফাঁকায় ফাঁকায় মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে আসছেন অনেকেই। সবমিলিয়ে এবারে কোরোনা আবহে অন‍্যরকম পুজোকে মেনে নিয়েছেন অধিকাংশ মানুষই। তবে, মাস্ক পরা প্রয়োজনীয় ও বাধ‍্যতামূলক হলেও তা র জন্য একটা অস্বস্তি হচ্ছে বলে মত অনেক দর্শনার্থীরই।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.