জগৎ মুখার্জি পার্কে পরিযায়ী শ্রমিকদের কথা - জগৎ মুখার্জী পার্ক
🎬 Watch Now: Feature Video
কলকাতায় প্রথম থিম প্রস্তুতকারক অশোক গুপ্তর স্মরণে এবছর জগৎ মুখার্জি পার্কের পুজোর আয়োজন করা হয়েছে । 1959 সালে প্রথম অশোক গুপ্তই প্রথম থিমের প্রচলন করেন । টানা 12 বছর জগৎ মুখার্জি পার্কের পুজোর দায়িত্বে ছিলেন তিনি। তার স্মরণে এবছর পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে লকডাউনে গৃহবন্দী মানুষের কথা ফুটিয়ে তোলা হয়েছে জগৎ মুখার্জি পার্কের পুজো মণ্ডপে।