শূন্যে গুলি চালিয়ে শুরু শোভাবাজার রাজবাড়ির সন্ধিপুজো - durga puja 2020
🎬 Watch Now: Feature Video
শোভাবাজার রাজবাড়ি ৷ 1757 সালে রাজা নবকৃষ্ণ দেব কলকাতায় প্রথম দুর্গাপূজা শুরু করেন। আজ মহাষ্টমীতে ঐতিহ্যবাহী এই পুজোর আচার রীতি শুরু হয় সকাল থেকে। প্রথমে আরতি তারপর হয় পুষ্পাঞ্জলি। এরপর 108 টি প্রদীপের মালা জ্বালিয়ে সন্ধিপুজো হয়। ঐতিহ্য মেনে আজও সন্ধিপুজো শুরুতে শূন্যে গুলি ছোড়া হয় এবং পুজোর শেষে ফের আবার শূন্যে গুলি চালিয়ে সন্ধিপূজা সমাপ্তি ঘোষণা করা হয়।