New Film Sotvut Advut : ফুরফুরে মেজাজে মজাদার আড্ডায় 'সৎভূত অদ্ভুত' ছবির তিন কুশীলব - ফুরফুরে মেজাজে মজাদার আড্ডায় সৎভূত অদ্ভুত ছবির তিন কুশীলব
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15110975-877-15110975-1650881556619.jpg)
এবার বাংলায় আসছে ডার্ক কমেডি 'সৎভূত অদ্ভুত' (Sotvut Advut Will Go in to the Floors Soon)। আর এই ছবির হাত ধরে ফের পর্দায় জুটি বাঁধছেন প্রসূন গাইন এবং পার্থসারথি । প্রীতম সরকার পরিচালিত এই ছবিতে চোরের ভূমিকায় দেখা যাবে পার্থসারথিকে এবং টিকিট ব্ল্যাকারের ভূমিকায় অভিনয় করবেন প্রসূন গাইন । পরিচালককে সঙ্গে নিয়ে ইটিভি ভারতের সঙ্গে হালকা মেজাজে আড্ডায় মেতে উঠলেন ছবির দুই অভিনেতা ।
TAGGED:
New Film Sotvut Advut