Prantik Bandyopadhyay : বিয়ে হল একসঙ্গে থাকার একটা সেলিব্রেশন, মনে করেন প্রান্তিক - Prantik Bandyopadhyay
🎬 Watch Now: Feature Video
শিলাদিত্য মৌলিকের 'হৃদপিণ্ড' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Bandyopadhyay New Film Hridpindo) । অর্পিতা চট্টোপাধ্যায়ের ছোটবেলার বন্ধুর চরিত্রে পর্দায় দেখা যাবে তাঁকে । সম্প্রতি বিয়ে সারলেন এই অভিনেতা ৷ ইন্ডাস্ট্রির বন্ধু অঙ্কিতা চক্রবর্তীর হাত ধরেছেন তিনি । অভিনয়, বিয়ে সবকিছু নিয়ে ইটিভি ভারতের সঙ্গে খুল্লামখুল্লা আড্ডা দিলেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় ৷
TAGGED:
Prantik Bandyopadhyay