Bhadreswar Body Recovered: ভদ্রেশ্বরে তরুণের রহস্যমৃত্যু, পরিবারের অভিযোগের ভিত্তিতে আটক 2 বন্ধু - ভদ্রেশ্বর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 7, 2022, 7:02 PM IST

ভদ্রেশ্বরে বছর কুড়ির তরুণ রাজকুমার সাউয়ের মৃত্যুর ঘটনায়, দুই বন্ধুকে আটক করেছে পুলিশ (Police Detain Two for Bhadreswar Youth Murder Case) ৷ মৃত রাজকুমার সাউয়ের পরিবারের অভিযোগ, গত 5 অক্টোবর দশমীর রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বের হয়েছিলেন তিনি ৷ কিন্তু, পরেরদিন সকালেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুলিশে নিখোঁজের অভিযোগ জানায় ৷ কিন্তু, আজ ভোরে রাজকুমার সাউয়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে বিঘাটির দিল্লি রোডে জঙ্গলের সামনে থেকে (Bhadreswar Body Recovered) ৷ রাজকুমারের দেহ পরিবারের সদস্যরা শনাক্ত করেছে ৷ এর পরেই ওই রাতে রাজকুমারকে যে দুই বন্ধু ডেকে নিয়ে গিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন রাজকুমার সাউয়ের পরিবার ৷ মৃত তরুণের দাদার অভিযোগ, কমল সাউ এবং সারোয়ান রায় নামে তাঁর ভাইয়ের দুই বন্ধু এই ঘটনায় জড়িত ৷ পাশাপাশি, তিনি এও জানান, স্থানীয় একটি মেয়ের সঙ্গে তাঁর ভাইয়ের সম্পর্ক রয়েছে ৷ যদিও, এই ঘটনাটি ত্রিকোণ প্রেমের জেরে ঘটেছে এমন কোনও তথ্য পুলিশ পায়নি ৷ কমল সাউ এবং সারোয়ান রায়কে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.