BJP Nabanna Abhijan: নবান্ন অভিযানের আঁচে শহরে পুড়ে খাক পুলিশের গাড়ি - বিজেপির নবান্ন অভিযান

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 13, 2022, 5:11 PM IST

বিজেপি'র নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) জেরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শহরের একাংশে ৷ যার রেশ ছড়ায় এমজি রোডেও ৷ এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের একটি পিসিআর ভ্যানে (police car set on fire at MG Road) ৷ পুড়ে খাক হয়ে যায় গাড়িটি ৷ বিজেপি'র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কলেজ স্ট্রিটের দিক থেকে যে মিছিলটি নবান্ন অভিমুখে এগিয়েছিল, তাকে বাধা দেয় পুলিশ ৷ এরপর এমজি রোড ধরে মিছিল এগনোর চেষ্টা করলে সেখান থেকেই ছড়ায় উত্তেজনা ৷ কার্যত খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ৷ লাঠিচার্জ করে পুলিশ ৷ এরপরেই এমজি রোডে পুলিশের একটি পিসিআর ভ্যানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ দমকল এসে আগুন নেভায় ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.