Modi at Pragati Maidan : উদ্বোধন শেষে টানেলে নিজে হাতে আবর্জনা কুড়োলেন মোদি, বার্তা স্বচ্ছ ভারতের - স্বচ্ছ ভারত অভিযান
🎬 Watch Now: Feature Video
রবিবার দিল্লির প্রগতি ময়দানে টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে কর্মসূচি শেষে টানেলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি ৷ ঠিক তখনই তাঁর চোখে পড়ল পথে পড়ে রয়েছে প্লাস্টিক, আবর্জনা । সঙ্গে সঙ্গে নিজে হাতে সেসব তুলে রাস্তা পরিষ্কার করলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi Cleaning Garbage at Pragati Maidan) । এমনটা যে প্রথম তা নয়, এর আগেও তিনি সাফাই-কর্মীদের পা ধুয়ে দিয়েছিলেন ৷ সমুদ্র সৈকতে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বোতলও কুড়িয়েছিলেন ৷ আরও একবার মনে করিয়ে দিলেন তাঁর 'স্বচ্ছ ভারত অভিযান'-এর কথা ৷
Last Updated : Jun 19, 2022, 2:58 PM IST