Music Release of Kulpi : এবার এসে গেল পায়েল-প্রত্যয়ের নতুন ছবি 'কুলপি'র গান - এবার এসে গেল পায়েল প্রত্যয়ের নতুন ছবি কুলপির গান
🎬 Watch Now: Feature Video
বর্ষালী চট্টোপাধ্যায় পরিচালিত প্রেমের ছবি 'কুলপি'র গান রিলিজ করল সোমবার । এক বামনের জীবন যুদ্ধ এবং প্রেমের গল্প ফুটে উঠেছে এই ছবিতে ৷ সবমিলিয়ে রয়েছে পাঁচটি গান। করা গেয়েছেন সেই সব গান? জানা গেল গান লঞ্চের অনুষ্ঠানে । হাজির ছিলেন ছবির সব কুশীলবরা (New Film Kulpi Song Release )।