Hospital in Serampore vandalised: রোগী মৃত্যুতে ভাঙচুর শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল - রোগী মৃত্যুতে ভাঙচুর শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল
🎬 Watch Now: Feature Video
রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল ৷ হাসপাতাল ভাঙচুর ও কর্তব্যরত চিকিৎসককে নিগ্রহের অভিযোগ রোগীর পরিবারের আত্মীয়দের বিরুদ্ধে ৷ মৃতের নাম লীল পাশোয়ান(28) ৷ রোগীর পরিবারের দাবি, পেটে যন্ত্রণা নিয়ে শনিবার হাসপাতালে ভর্তি এসেছিলেন লীলা পাশোয়ান ৷ চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর রোগীকে ছেড়ে দিলেও অবস্থার কোনও উন্নতি হয়নি ৷ রবিবার মৃত্যু হয়েছে ওই রোগীর ৷ রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে ওই রোগীর ৷ এরপরেই হাসপাতালে ভাঙচুর চালায় রোগীর আত্মীয়রা (Serampore Walsh Hospital vandalised) ৷