Strike by Workers SBSTC Buses: সরকারি বাসের অস্থায়ী কর্মীদের ধর্মঘটের জেরে বিপাকে যাত্রীরা
🎬 Watch Now: Feature Video
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এসবিএসটিসি) অস্থায়ী কর্মীবৃন্দরা একাধিক দাবিদাওয়া নিয়ে বুধবার থেকে শুক্রবার অর্থাৎ, আজ তিনদিন লাগাতার কর্মবিরতির ডাক দিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। যার জেরে বিপাকে পড়ছেন যাত্রীরা (Passengers in Trouble Due to Strike)৷ ট্রাঙ্ক রোড ডিপোর আন্দোলনরত অস্থায়ী কর্মীরা রাজ্যের সমস্ত জেলার এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীরা (Strike by Workers SBSTC Buses) একযোগে কাজ বন্ধ করে আন্দোলনে সামিল হতে জানান। বাস ডিপো আইএনটিটিইউসি'র পরিচালিত ওই সংগঠনের পক্ষ থেকে 7 দফা দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, 2012-2013 সালের সমস্ত অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করতে হবে, সম কাজে সম বেতন প্রদান করতে হবে, ছাঁটাই কর্মীদের পুর্ননিয়োগ করতে হবে এছাড়াও এসবিএসটিসি-র নির্ধারিত সমস্ত পরিষেবা চালু করতে হবে।