Sanju Kundu : সূত্রধর সোশাল মিডিয়া, রানাঘাটের সঞ্জুর আঁকা ছবি পাড়ি দিচ্ছে আমস্টারডামে - Painting of Sanju Kundu ready to fly Amsterdam from Ranaghat
🎬 Watch Now: Feature Video
নদিয়ার রানাঘাটের চিত্রশিল্পী সঞ্জু কুন্ডুর হাতে আঁকা ছবি পাড়ি দিচ্ছে নেদারল্যান্ডস (Painting of Sanju Kundu ready to fly Amsterdam from Ranaghat) ৷ যার সূত্রধর সোশ্যাল মিডিয়া ৷ উল্লেখ্য, রানাঘাটের শিল্পী দিনকয়েক আগে সোশাল মিডিয়ায় তাঁর কাজের কিছু নমুনা পোস্ট করেছিলেন ৷ যা সংশ্লিষ্ট গ্রুপের সদস্য তথা আমস্টারডাম শহরে বসবাসকারী প্রবাসী এক বাঙালির নজরে আসে ৷ সঞ্জুর কাজ তাঁর এতোটাই পছন্দ হয়ে যায় যে পারিবারিক কয়েকটি ছবি আঁকার জন্য সঞ্জুর সঙ্গে যোগাযোগ করেন তিনি ৷ ছেলেবেলা থেকে ছবি আঁকাকেই পেশা এবং নেশা হিসেবে আঁকড়ে ধরা সঞ্জুর ইচ্ছেপূরণে আগাগোড়া সমর্থন জুগিয়ে গিয়েছেন তাঁর মা ৷ স্বভাবতই ছেলের হাতে আঁকা ছবি ওলন্দাজের দেশে পাড়ি দিচ্ছে শুনে যারপরনাই খুশি তিনি ৷ একমাসের অক্লান্ত পরিশ্রমের পর ভিনদেশে পাড়ি দিতে তৈরি সঞ্জুর শিল্পকর্ম ৷ স্বভাবতই খুশির অন্ত নেই শিল্পীরও ৷
TAGGED:
Sanju Kundu