সোনার বাংলা গড়বে বিজেপিই : কৈলাস
🎬 Watch Now: Feature Video
বিজেপির 51 শতাংশ ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। অনায়াসেই রাজ্য ক্ষমতায় আসতে পারবে বিজেপি। রবিবার দুপুরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে বালুরঘাটে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় । পাশাপাশি দলীয় কর্মসূচিতে যোগ দিতে বালুরঘাটে আসেন রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ও রথীন বোস। সৌরভ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে কৈলাস বলেন, কেন্দ্রের নেতারা তাঁর প্রতি নজর রেখে চলেছেন। প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হবে৷ পাশাপাশি দলের রাজ্য নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং দেখাও করেছেন। এদিকে গতকাল বালুরঘাটে দলীয় কর্মসূচির পর জেলার দু'জন চিকিৎসক বিজেপিতে যোগদান করেন। সদ্য বিজেপিতে যোগদানকারী দুই চিকিৎসকের হাতে দলীয় পতাকা তুলে দেন কৈলাস বিজয়বর্গীয়।