দুর্ঘটনায় পুলিশের পাইলট কার, আহত এক - পুলিশের গাড়ি উলটে দুর্ঘটনা
🎬 Watch Now: Feature Video
উলটে গেল চন্দননগর পুলিশ কমিশনারেটের পাইলট কার, আহত এক পুলিশকর্মী । গতকাল সন্ধেয় 7 টা 45 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে চুঁচুড়া মহেশপুর এলাকায় । স্থানীয় সূত্রে খবর, চুঁচুড়া স্টেশনের দিক থেকে দিল্লি রোডের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ ভ্যানটি । উলটো দিক থেকে আসা একটি মোটরভ্যানকে বাঁচাতে গিয়েই হয় বিপত্তি । ঘটনায় আহত হয়েছেন এক পুলিশকর্মী । তাঁর হাতে ও পায়ে চোট লাগে । স্থানীয়রা ঘটনাস্থানে গিয়ে উলটে যাওয়া গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷