Purulia Elephant : পুরুলিয়ার গ্রামে ঢুকল হাতি, তাড়াতে গিয়ে আহত 1 - পুরুলিয়ায় হাতি তাড়াতে গিয়ে আহত এক ব্যক্তি
🎬 Watch Now: Feature Video
অযোধ্যা পাহাড়ের জঙ্গল থেকে নেমে গ্রামে ঢুকে পড়ে একটি হাতি (Purulia Elephant)। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ আড়ষা থানা এলাকার কাটাডি রেলওয়ে স্টেশনের কাছ থেকে একের পর এক গ্রামের ভেতর দিয়ে ঘুরে বেড়ায় হাতিটি (One injured due to elephant attack in Purulia)৷ পরে একটি পুকুরে স্নান করে ফিরে যায় ফের অযোধ্যা পাহাড়ের জঙ্গলে । তবে এর মাঝে হাতি দেখতে ওই এলাকায় ভিড় জমান প্রচুর মানুষ । তাঁরা সমানে চিৎকার করে হাতিটিকে তাড়া করে উত্যক্ত করতে থাকে । পরে দুপুর 12টা নাগাদ পিছনে ধাওয়া করার সময় হাতির হামলায় গুরুতর আহত হন উকিল হেমব্রম নামে বছর 59-এর এক ব্যক্তি । তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বন দফতর ।