Jalpaiguri Ration Smuggle : রেশনের মাল পাচারের চেষ্টা, গ্রেফতার এক - One arrested in Jalpaiguri trying to smuggle ration
🎬 Watch Now: Feature Video
অবৈধ ভাবে রেশন সামগ্রী মজুতের চেষ্টা করতে গিয়ে ধরা পড়ল পাচারকারী । মাল নিয়ে যাওয়ার পথে চালক-সহ গাড়ি আটক করেন স্থানীয়রা (One arrested in Jalpaiguri trying to smuggle ration)। শুক্রবার বিকালে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি অঞ্চলের চরচরাবাড়ি এলাকার ঘটনা । দীর্ঘদিন থেকে এভাবেই চলছিল রেশন সামগ্রী পাচারের রমরমা কারবার । অভিযোগ, এই এলাকার কিছু অসাধু ব্যবসায়ী এই চক্রের সঙ্গে যুক্ত ৷ তিনটি গাড়ি এলাকায় প্রতিনিয়ত এসে রেশন সামগ্রী নিয়ে যেত । স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে । তারপর শুক্রবার একজোট হয়ে গাড়িটিকে আটক করা হয় । গাড়ির চালক জগদীশ রায় জানায়, ময়নাগুড়ির কোনও এক গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছিল সাধারণ মানুষের প্রাপ্য রেশন সামগ্রী গম, আটা, চাল । তাকে ওই এলাকায় আসতে বলা হয়েছিল কিছু মাল নিয়ে যাওয়ার উদ্দেশ্যে । এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় । খবর পেয়ে পুলিশ ওই চালককে গ্রেফতার করে ।
TAGGED:
Jalpaiguri Ration Smuggle