Work stoppage at Gatia Tea Garden: গাঠিয়া চা বাগানে কর্ম বিরতির নোটিশ - Work stoppage at Gatia Tea Garden
🎬 Watch Now: Feature Video
কর্মবিরতির নোটিশ মালবাজার মহকুমার নাগরাকাটার গাঠিয়া চা বাগানে (Work stoppage at Gatia Tea Garden)। নোটিশের জেরে চাঞ্চল্য ছড়ায় বাগানে। সমস্যার মুখে পড়ে প্রায় 900 শ্রমিক। বাগানের শ্রমিকদের তরফে জানা গিয়েছে, রবিবার সন্ধেই এই চা-বাগানে কর্ম বিরতির নোটিশ টাঙানো হয়। রবিবার ছুটির দিন থাকায় অনেকেই বিষয়টি জানতে পারেননি। সোমবার সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকেরা কর্মবিরতির নোটিশ দেখতে পান। আর এতেই চরম সমস্যায় পড়েন। প্রশাসন সুত্রে জানা গিয়েছে, সমস্যা মেটানোর জন্য মঙ্গলবার জলপাইগুড়িতে জয়েন্ট লেবার কমিশনারের উদ্যোগে বৈঠক ডাকা হয়েছে। সেখানেই সমাধানসূত্র বের করার চেষ্টা হবে।