Birsingha Village: লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল বকেয়া! সন্ধে হলেই ডুবছে বিদ্যাসাগরের গ্রাম

By

Published : Aug 8, 2022, 10:29 PM IST

thumbnail

জ্ঞানের আলো যিনি জ্বালিয়ে ছিলেন আজ তাঁর গ্রামেই অন্ধকার । সন্ধে নামলেই অন্ধকারে ডুবছে বিদ্যাসাগরে জন্মভূমি ঘাটালের বীরসিংহ গ্রাম (Birsingha Village)। তবে প্রশাসন থেকে দ্রুত সারিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক । পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রাম বিদ্যাসাগরের জন্মভুমি । বিদ্যাসাগরের জন্মভূমি ঘিরে তৈরি করা হয়েছে পর্যটন কেন্দ্র । বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী অনুষ্ঠানের আগে জেলা প্রশাসনের কোটি টাকা ব্যায়ে তাঁর জন্মভূমিকে আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল । রাস্তার ধারে ধারে বসানো হয়েছিল 687টি পথবাতি । স্থানীয়দের অভিযোগ, বেশিরভাগ পথবাতি বিকল হয়ে পড়ে রয়েছে । কোনও সংস্কার ব্যবস্থা নেওয়া হচ্ছে না ৷ ফলে আবারও বীরসিংহ গ্রাম অন্ধকারে ডুবে যাচ্ছে । ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে আশা করি খুব শীঘ্রই পথ বাতিগুলি সারিয়ে তোলা হবে ৷ এখন দেখার বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ গ্রামে আলো ফিরে আনতে প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয় ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.