NBSTC: তীব্র দাবদাহে এনবিএসটিসি'র পক্ষ থেকে সংস্থার কর্মীদের দেওয়া হল জল ও গ্লুকোজ
🎬 Watch Now: Feature Video
গত কয়েকদিন ধরে কোচবিহারে চলছে গরমের দাবদাহ। তাপমাত্রা 40 ছুঁই ছুঁই। এই অবস্থাতেও কাজ করে যাচ্ছেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার গাড়ি চালক ও কন্ডাক্টররা। তাঁদের কথা মাথায় রেখে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হল। শনিবার সংস্থার পক্ষ থেকে কোচবিহার টার্মিনাস থেকে সংস্থার গাড়ির চালক ও কন্ডাক্টরদের হাতে ঠান্ডা পানীয় জল ও গ্লুকোজ তুলে দেওয়া হল (NBSTC Provide Water and Glucose to their Employees for Heat Wave)। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। সংস্থার এই উদ্যোগে খুশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার গাড়ির চালক ও পরিচালকরা ৷
TAGGED:
NBSTC