N Dinajpur Durga Puja 2022: নসিরহাট হরিহরপুর দুর্গোৎসব কমিটি মণ্ডপে এবার 'যাত্রা শুরু' - রায়গঞ্জের শিল্পীরা ফুটিয়ে তুলেছেন যাত্রা শুরু থিম
🎬 Watch Now: Feature Video
প্রায় বিলুপ্তির পথে 'যাত্রা শিল্প'। তাই এই শিল্পকে জনসমক্ষে তুলে ধরতে পুজো মণ্ডপকে বেছে নিয়েছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি (Nasirhat Hariharpur Sarbojonin Durgotsav Committee) । 53তম বর্ষে তাদের থিম 'যাত্রা শুরু'। বিভিন্ন নাম, অপেরার যাত্রাপালার ছবি ও প্ল্যাকার্ড তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। পুজোর বাজেট ধার্য করা হয়েছে 12 লক্ষ টাকা। এই পুজো চন্দননগরের সুদৃশ্য আলোকসজ্জা আর অভিনব পুজো (Durga Puja) মণ্ডপ প্রতিবছরই দর্শনার্থীদের নজর কাড়ে । মালদা, বালুরঘাট ও রায়গঞ্জের শিল্পীরা ফুটিয়ে তুলেছেন এই 'যাত্রা শুরু' থিম। প্রতিমা তৈরি করছেন নদিয়ার প্রখ্যাত মৃৎশিল্পী।