আরও শক্ত বিধি নিষেধ, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় নাকা চেকিং - govt impose strict covid restriction
🎬 Watch Now: Feature Video
করোনা মোকাবিবলায় আজ থেকে আরও কড়াকড়ি করা হয়েছে বিধিনিষেধের ৷ আজ সারাদিন সেই ছবিই দেখা গেল রাজ্য়জুড়ে ৷ গতকালের নির্দেশিকা সফল করতেই নির্দিষ্ট সময়ের আগেই পথে নামলেন সারেঙ্গা থানার পুলিশ কর্মী ও আধিকারিকরা । খোদ সারেঙ্গা থানার আইসি সারেঙ্গা বাজারে বিভিন্ন দোকানে হানা দিলেন ৷ শুধু সারেঙ্গা বাজারে নয়, বাঁকুড়া-মেদিনীপুর সীমান্ত লাগোয়া সারেঙ্গা চন্দ্রকোনা রোড আর চেকপোস্টে যে গাড়িগুলো আসছে তাদের বৈধ অনুমতি আছে কিনা তাও খতিয়ে দেখলেন তিনি ৷