KMC Election 2021 : পৌরভোটের আগে হাওড়া ব্রিজে পুলিশের নাকা চেকিং, স্টেশন সংলগ্ন হোটেলে অভিযান - পৌরভোটের আগে হাওড়া ব্রিজে পুলিশের নাকা চেকিং, স্টেশন পাশ্ববর্তী হোটেলগুলোতে অভিযান
🎬 Watch Now: Feature Video
রাত পোহালেই কলকাতা পৌরভোট। তার আগে শনিবার শহরজুড়ে চলল পুলিশের নাকা চেকিং (Naka checking in Kolkata before municipal election on Sunday)। ভোটের আগে বহিরাগত প্রবেশ এবং দুষ্কৃতী কার্যকলাপ রুখতে কলকাতার প্রতিটি প্রবেশদ্বার এবং মূল রাস্তায় যানবাহনগুলিতে চিরুনি তল্লাশি পুলিশের। কলকাতার প্রধান প্রবেশপথ হাওড়া ব্রিজে যৌথভাবে নাকা চেকিং চলছে কলকাতা পুলিশ এবং ট্রাফিক পুলিশের। অন্যদিকে দ্বিতীয় হুগলি সেতুর টোল ট্যাক্সের সামনের এলাকায় বসেছে পুলিশ পিকেট। সঙ্গে হাওড়া স্টেশন সংলগ্ন গেস্ট হাউস ও হোটেলগুলোতেও চলছে তল্লাশি।
TAGGED:
KMC Election 2021