Mukul-Ananta Deb Viral Audio : বিধানসভা ভোটের আগে তৃণমূল বিধায়ককে ফোন 'বিজেপির' মুকুলের, ভাইরাল অডিয়ো - Mukul Roy Ananta Deb Adhikari conversation before Bengal Assembly Election 2021
🎬 Watch Now: Feature Video
বিজেপি-যোগের সন্দেহে 2021 বিধানসভা নির্বাচনে ময়নাগুড়ির বিদায়ী বিধায়ক অনন্তদেব অধিকারীকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস । তাঁর জায়গায় টিকিট পায় মনোজ রায় । বিজেপির কৌশিক রায়ের কাছে হেরে যান তিনি । বর্তমানে ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছেন অনন্তদেব অধিকারী ৷ সম্প্রতি ভাইরাল হয়েছে মুকুল রায়-অনন্তদেব অধিকারীর একটি ফোনালাপ । আর এই অডিয়ো ক্লিপকে ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও, সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত। ভাইরাল অডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক অনন্তদেব অধিকারীর গলা । অপর প্রান্তে রয়েছেন তৎকালীন বিজেপি নেতা মুকুল রায় । বিধানসভা নির্বাচনের আগে হওয়া ওই ফোনালাপে অনন্তদেবের পদ্মশিবিরে যোগ দেওয়ার বিষয়ে কথা বলছেন দুই নেতা (Mukul Roy Ananta Deb Adhikari conversation before Bengal Assembly Election 2021) । ফোনালাপের কথা স্বীকার করে অনন্তদেব অধিকারী বলেন, ''মুকুলদার সঙ্গে আমার কথা হয়েছিল । বিধানসভা নির্বাচনের আগে আমাকে মুকুলদা ফোন করেছিলেন । সামান্য সময় কথা হয়েছিল । কিন্তু আমি বিজেপিতে যাব না তাঁকে সরাসরি বলে দিয়েছি । মুকুলদার হাত ধরেই তৃণমূল কংগ্রেসে এসেছিলাম । এখন তিনি আবার তৃণমূল কংগ্রেসে এসেছেন । এখন কে কেন এই অডিয়ো ভাইরাল করছে তা জানি না । এটা চক্রান্ত ।''
Last Updated : Jun 12, 2022, 9:26 AM IST