Cooch Behar News : সরকারি কাজে গতি আনতে মোটর সাইকেল বিতরণ - motor cycle distribution among wb govt employees in cooch behar
🎬 Watch Now: Feature Video
সরকারি খরচ কমাতে এবং কাজের গতি আনতে এবার জেলার বেশ কিছু সরকারি দফতরের হাতে মোটর সাইকেল তুলে দিল কোচবিহার জেলা প্রাশাসন ৷ সোমবার কোচবিহার এন এন পার্কে এক বেসরকারি সংস্থার সহযোগিতায় 131টি মোটরসাইকেল তুলে দেওয়া হয়েছে বিভিন্ন সরকারি দফতরে ৷ যার মধ্যে 60টি জেলা পুলিশের হাতে, ভূমি ও ভূমি সংস্কার দফতরে 12টি, বনদফতর ও পরিবহণ দফতরের হাতে 24টি মোটর সাইকেল তুলে দেওয়া হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কাদিয়ান, পুলিশ সুপার সুমিত কুমার সহ সরকরি আধিকারিকরা (Cooch Behar News )।