Mehuli Wins Gold: শুটিং বিশ্বকাপে সোনা জয়, কী বলছেন মেহুলির মা ? - Mother Mehuli Ghosh expresses her joy over daughter victory
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15820582-thumbnail-3x2-s2.jpg)
বুধবারই দক্ষিণ কোরিয়ায় চলতি শুটিং বিশ্বকাপে সোনা জিতেছে হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ আর তুষার মানে । 10 মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 10.0 স্কোর করে হাঙ্গেরিকে পরাজিত করেন তাঁরা ৷ স্বভাবতই এই জয়ে উচ্ছ্বসিত মেহুলির মা মিতালী ঘোষ ও পরিবারের অন্য সদস্যরা ৷ তিনি জানালেন, প্রথম দিকে কলকাতায় বাবা-মার সঙ্গে থাকলেও এখন মেহুলি হায়দরাবাদে থাকেন । সেখানে গগন নারাং শুটিং অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি । খুব কষ্ট করে কোনও রকমে উচ্চমাধ্যমিক উতরেছেন মেহুিল ৷ এবার লক্ষ্য 2024 অলিম্পিকস ৷ অনেকদিন পর দেশের জার্সি গায়ে মেয়েকে খেলতে দেখে একই সঙ্গে আনন্দিত ও গর্বিত তিনি (Mother Mehuli Ghosh expresses her joy over daughter victory)।