Modi-Mamata Caricature : ট্র্যাডিশন বজায় রেখে ব্যঙ্গচিত্রে মোদি-মমতাকে মেলাল মেদিনীপুর - ট্র্যাডিশন বজায় রেখে ব্যঙ্গচিত্রে মোদি মমতাকে মেলাল মেদিনীপুর
🎬 Watch Now: Feature Video
ট্র্যাডিশন বজায় রাখল পশ্চিম মেদিনীপুর । মোদি-মমতা থেকে শুরু করে শুভেন্দু-সুজন ৷ ব্যঙ্গচিত্রে বাদ গেলেন না কেউ ৷ বাণীবন্দনার সকালে এই ছবিই দেখা গেল মেদিনীপুর কলেজ স্কোয়ারে ৷ এখানকরা মূল আকর্ষণ কার্টুন ও ব্যঙ্গাত্মক কবিতা । প্রতিবছর শাসক, বিরোধী দলগুলিকে ব্যঙ্গ করা ছাড়াও বিভিন্ন উপদেশমূলক কার্টুন, কবিতা নিয়ে হাজির হন ক্লাব কর্তারা । এবারও দেখা গেল সেই ছবি (Caricature in Saraswati Puja) ৷