Body Recovered: 42 ঘণ্টা পর অবশেষে উদ্ধার আতিফার দেহ, সিতারার খোঁজে চলছে তল্লাশি - ডায়মন্ড হারবার শিশুর দেহ
🎬 Watch Now: Feature Video
দুর্ঘটনার প্রায় 42 ঘণ্টা পর হুগলি নদীর কচুয়াখালি থেকে উদ্ধার আতিফা পারভিনের (6) মৃতদেহ । রবিবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে ভেসেল থেকে নামার সময় হুগলি নদীতে পড়ে নিখোঁজ হয়ে যায় দুই শিশুকন্যা (Missing Children body recovered) । রবিবার রাত থেকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করে দেয় ডায়মন্ড হারবার থানার পুলিশ । স্থানীয় সূত্রে জানা যায়, হলদিয়ার কাছে হুগলি নদীতে থাকা একটি ইলেকট্রিক টাওয়ারের পোস্টে মৃতদেহ আটকে থাকতে দেখে মৎস্যজীবীরা । ডায়মন্ড হারবার থানার পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপরতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করা হয় । পাশাপাশি সিতারা নাজের (8) খোঁজে হুগলি নদীতে চলছে তল্লাশি ৷