Md Salim: এবার সিবিআই-ইডি অভিযানের ডাক সেলিমের - Md Salim

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 7, 2022, 11:00 PM IST

মেদিনীপুরে এক ঝটিকা সফরে এসে সাংবাদিক বৈঠকে বিজেপি ও তৃণমূলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন সর্বভারতীয় সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim Called for a CBI ED Operation) । তিনি জানান, সিবিআই শুধু অভিযানই করছে, অ্যারেস্ট করে শাস্তি কাউকে দেয়নি । সিবিআই হল কেন্দ্রীয় সরকারের অস্ত্র ৷ আর রাজ্য সরকারের অস্ত্র হল পুলিশ এবং সিআইডি । কেবলমাত্র একদল থেকে আরেক দলে গেলেই সে শুদ্ধ হয়ে যাচ্ছে । যেমন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল সারদা-নারদা-সহ বিভিন্ন কিন্তু যখনই সে বিজেপিতে গেল তখনই সে হয়ে গেল শুদ্ধ । আমাদের অপেক্ষা করতে হবে কবে তৃণমূল থেকে পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুরা যাবেন । আমরা তাই ঠিক করেছি এসএসসি নিয়োগ দুর্নীতি, প্রাইমারি নিয়োগের দুর্নীতির মত যেভাবে প্রতিবাদ হচ্ছে ঠিক তেমনভাবেই এবার সিবিআই ও ইডি দফতরে আমরা এর প্রতিবাদ জানাবো ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.