Gurugram Fire : গুরুগ্রামের বর্জ্য স্তূপে বিধ্বংসী আগুন নেভাতে 35টি দমকলের ইঞ্জিন, মৃত 1 - বিধ্বংসী অগ্নিকাণ্ডট
🎬 Watch Now: Feature Video
ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল আবর্জনার স্তূপ ৷ সোমবার রাতে নয়াদিল্লির দক্ষিণ-পশ্চিমে অবস্থিত গুরুগ্রামের মানেসরের সেক্টর-6-এ আগুন লাগে ৷ বর্জ্য পদার্থ জমা থাকায় আগুন ভয়াবহ রূপ নেয় ৷ এর পাশেই অনেকে ঝুপড়ি বানিয়ে থাকতেন ৷ আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 35টি ইঞ্জিন ৷ এখন আগুন নিয়ন্ত্রণে ৷ একজন মারা গিয়েছেন, 2 জন জখম হওয়ার খবর পাওয়া মিলেছে (Massive fire breaks out in garbage in Gurugram New Delhi) ৷
Last Updated : Apr 26, 2022, 2:49 PM IST