Usthi Illegal Oil Godown Fire : বিধ্বংসী আগুনে ভষ্মীভূত বেআইনি তেলের গোডাউন - বিধ্বংসী আগুনে ভষ্মীভূত বেআইনি তেলের গোডাউন
🎬 Watch Now: Feature Video
বিধ্বংসী আগুনে ভষ্মীভূত হল বেআইনি তেলের গোডাউন (Usthi Illegal Oil Godown Fire)। ভয়াবহ এই অগ্নিকাণ্ড ঘটেছে দক্ষিণ 24 পরগনার উস্থি থানার বাণেশ্বরে। রবিবার ভোররাতে হঠাৎ করে আগুন দেখতে পান স্থানীয়রা ৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন ৷ গোডাউনের মধ্যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকল কর্মীদের। প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি ৷ তবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, গোডাউনের মধ্যে বেআইনিভাবে কেরোসিন তেল মজুত করা ছিল ৷ কেরোসিন তেলে বিভিন্ন প্রকার রাসায়নিক মিশিয়ে বেআইনি ভাবে মোবিল তৈরি করা হত ৷ তবে বেআইনিভাবে কীভাবে এই বিপুল পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল এই গোডাউনে তা তদন্ত শুরু করেছে উস্থি থানার পুলিশ। ঘটনার পর থেকে গোডাউনের মালিক পলাতক।