Man Climbs on Water Tank: হাওড়ায় 90 ফুট ট্যাঙ্কের মাথায় চড়ে বসলেন ব্যক্তি, উদ্ধারে হিমশিম দমকল - হাওড়া স্টেশন
🎬 Watch Now: Feature Video
ব্যস্ত সময়ে চাঞ্চল্য তৈরি হল হাওড়া স্টেশন চত্বরে ৷ রবিবার বিকেল 5টা নাগাদ হাওড়া স্টেশন সংলগ্ন রেল মিউজিয়ামের একটি 90 ফুট জলের ট্যাঙ্কের মাথায় চড়ে বসেন এক ব্যক্তি (Man Climbs on a 90 Ft Water Tank Near Howrah Station) ৷ জানা গিয়েছে ওই ব্যক্তি জলের ট্যাঙ্কে ওঠার সময়ই অনেকে বারণ করেন ৷ কিন্তু কারও কথায় কান না দিয়ে সোজা উপরে উঠে যান ৷ সেখানেই ঘণ্টার পর ঘণ্টা বসে রয়েছেন ওই ব্যক্তি ৷ স্থানীয়রা গোলাবাড়ি থানা ও হাওড়া দমকলে খবর দেয় ৷ ওই ব্যক্তিকে উদ্ধার করতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে দমকলকে ৷ দু'জন দমকল আধিকারিকের চেষ্টায় হাইড্রোলিক ল্যাডারের মাধ্যমে ব্যক্তিকে নীচে নামাবোর চেষ্টা চলছে ৷ নীচে জালও পাতা রয়েছে ৷ তবে এখনও ওই ব্যক্তিকে উদ্ধার করা যায়নি বলে খবর ।
Last Updated : Sep 4, 2022, 8:40 PM IST