Cooch Behar Death : ফোন করায় বকাবকি, মেয়ের প্রেমিকের বন্ধুর মারে মৃত্যু ব্যক্তির - Cooch Behar Death
🎬 Watch Now: Feature Video
কোচবিহারে প্রেমিকার বাবাকে খুনের অভিযোগ প্রেমিকের বন্ধুর বিরুদ্ধে ৷ মাথাভাঙার 2 নম্বর ওয়ার্ডের বাঁধের পাড় সংলগ্ন এলাকার ঘটনা ৷ জানা গিয়েছে, স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল মৃত শিবু চন্দ্রর মেয়ের ৷ তা মেনে নিতে পারেননি পরিবারের লোকজন ৷ প্রায়ই তাঁর মেয়েকে ফোন করত ওই যুবক ৷ সোমবার ওই যুবক ফের ফোন করলে মা সন্তোষী দে চন্দ্র তাঁর মেয়েকে বকাবকি করেন ৷ এরপরেই মেয়ের প্রেমিকের বন্ধু অভিযুক্ত বিশাল মণ্ডল তাঁদের বাড়িতে এসে চড়াও হয় ৷ শিবু চন্দ্রকে মারধর করেন ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় শিবু মণ্ডলের ৷