Malda Mango : দিল্লির হ্যান্ডলুম হাটে ব্যাপক চাহিদা মালদার আমের - Malda mango is in demand at Handloom Market in Delhi
🎬 Watch Now: Feature Video
দিল্লিতে আয়োজিত আম উৎসবে ব্যাপক সাড়া মিলছে মালদার আমের । এই উৎসব থেকে মালদার আমের চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পাবে, আর্থিকভাবে উপকৃত হবেন চাষিরা এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা । বৃহস্পতিবার থেকে দিল্লির হ্যান্ডলুম হাটে শুরু হয়েছে বেঙ্গল ম্যাঙ্গো মেলা 2022 (Mango from Malda sell in Delhi)। সেখানে মালদার হিমসাগর ও ল্যাংড়া আম 150 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে । লক্ষ্মণভোগ ও আম্রপালি আম বিকোচ্ছে 100 ও 120 টাকা প্রতি কেজি দরে । মালদা ম্যাঙ্গো মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, আজ থেকে দিল্লির হ্যান্ডলুম হাটে আম উৎসব শুরু হয়েছে । এখানে মালদার আমের যথেষ্ট চাহিদা রয়েছে । এখানে মালদার পাশাপাশি পশ্চিমবঙ্গের 6টি জেলার বিভিন্ন প্রজাতির আম রয়েছে । এই উৎসব থেকে মালদার পাশাপাশি অন্যান্য জেলার আমের চাহিদা আরও বাড়বে ।