Jalpaiguri Chhath Pujo : করোনা-বিধি মেনে জলপাইগুড়িতে মহাসমারোহে পালিত ছট - maintaining covid rules Chhath celebrated in Jalpaiguri
🎬 Watch Now: Feature Video
মহাসমারোহে জলপাইগুড়িতে পালিত হল ছট মহাপর্ব ৷ করোনা আবহে জেলার বিভিন্ন ঘাটে বিশেষ করে করোলা নদীর ঘাটে জমায়েত হয়েছিলেন অসংখ্য মানুষ ৷ মাস্ক, স্যানিটাইজেশনের পাশাপাশি ঘাটগুলিতে জলপাইগুড়ি পুরসভার তরফে বারংবার সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছিল ৷ জেলা প্রশাসনের সহায়তায় নিরাপত্তার খাতিরে শহরের বিভিন্ন ঘাটগুলিতে মোতায়েন ছিল বিশেষ বাহিনী এবং অ্য়াম্বুলেন্স ৷ দুর্গাপুজোর পরেই উত্তরবঙ্গ সফরে এসে ছটপুজোকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷