Lakshmi Pujo at Tarapith: কোজাগরী পূর্ণিমায় মা তারা পূজিত হন লক্ষ্মীরূপে - মা তারা
🎬 Watch Now: Feature Video
আজ কোজাগরী লক্ষ্মীপুজো (Lakshmi Puja 2022) ৷ রীতি মেনে রবিবার সন্ধ্যায় তারাপীঠে (Tarapith) লক্ষ্মীরূপে পূজিত হলেন মা তারা । সন্ধ্যায় মা'কে রাজবেশে সাজিয়ে চলল মায়ের আরতি ৷ পাশাপাশি পাঁচরকম ফুল, ফল, মিষ্টি দিয়ে ভোগও দেওয়া হল। কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে এদিন মন্দির চত্বর আলো দিয়ে সাজানো হয়। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, তারাপীঠে সব দেবীর ঊর্ধ্বে মা তারা, তাই এখানে কোনও দেবীর মূর্তি গড়ে পুজো করা হয় না। মা তারাকে সামনে রেখেই সমস্ত দেবীর পুজো হয়। তাই আজ মা তারাকে সামনে রেখেই লক্ষ্মীপুজা করা হয়েছে, মা তারা-কে সাজানো হয়েছে লক্ষ্মীরূপে।