Maharashtra Political Crisis : সরকারি বাংলো থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে বাক্স-প্যাঁটরা, মুখ্যমন্ত্রীত্ব ছাড়ছেন উদ্ধব ? - Luggage being moved out from Versha Bungalow of Maharashtra CM Uddhav Thackeray in Mumbai

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 22, 2022, 10:55 PM IST

সন্ধেয় রাজ্যের জনসাধারণের উদ্দেশে বার্তা উদ্ধব ঠাকরের ৷ কয়েকঘণ্টার মধ্য়েই টুইট করে মুখ্যমন্ত্রীকে 'অস্বাস্থ্যকর জোট' ছেড়ে বেরিয়ে আসার আবেদন 'বিদ্রোহী' একনাথ শিন্ডের ৷ প্রতি মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণের ৷ প্রয়োজনে মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও এখনও অফিসিয়ালি কিছু ঘোষণা করেননি উদ্ধব ৷ তবে এরইমধ্যে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন 'বর্ষা' থেকে একে-একে বের করে নিয়ে যাওয়া হচ্ছে জিনিসপত্র (Luggage being moved out from Versha Bungalow of CM Uddhav Thackeray in Mumbai) ৷ আন্তর্জালে সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই রাজনৈতিকমহলে গুঞ্জন তাহলে চাপের মুখে উদ্ধব ঠাকরের নতিস্বীকার কী সময়ের অপেক্ষা ? যদিও অসমর্থিত সূত্রে শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেছেন, উদ্ধবের পদত্যাগের কোনও প্রশ্নই নেই ৷ তবে এদিন সংকট কাটাতে জরুরি ভিত্তিতে এনসিপি প্রধান শরদ পওয়ার সাক্ষাৎ করেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের সঙ্গে ৷ সেখানে রাজনৈতিক জট কাটাতে নাকি শিন্ডেকে মুখ্যমন্ত্রী পদে বসানোর পরামর্শ দিয়েছেন পওয়ার ৷ পওয়ারের সিদ্ধান্ত মেনে নিয়েই কী তাহলে 'বর্ষা' ছাড়ছেন উদ্ধব, উত্তর দেবে সময় ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.